সোমবার (১২ মার্চ) উপজেলার প্রশাসনের হস্তক্ষেপে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের মধ্য লস্করপুর গ্রামের মৃত খাঁলেক সিকদারের মেয়ে সাদিয়া আক্তারের বাল্যবিয়ের অনুষ্ঠানের ব্যাপক আয়োজন করে।
অপরদিকে, বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করার দায়ে হাসানুজ্জামান সোহাগ নামে এক বখাটেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোহাগ কালিহাতা গ্রামের আব্দুল করিম খানের ছেলে।
জানা যায়, সোহাগ ওই স্কুলছাত্রী প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা রোববার (১২ মার্চ) দুপুরে স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর প্রধান শিক্ষক বিষয়টি থানা পুলিশকে জানালে সোহাগকে আটক করা হয়।
পরে সোহাগকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমএস/এসআরএস