সোমবার (১২ মার্চ) বিকেলে ওই বৃদ্ধকে উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত এখলাস উদ্দিনের বাড়ি জেলার দৌলতপুর উপজেলার মান্দাতার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদের উঠান বৈঠক ছিলো মান্দাতার বাজারে। ওই উঠান বৈঠকে ছেলের মোটরসাইলে করে যান দৌলতপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের।
আব্দুল কাদেরের ছেলে হাবিবুর রহমান হাবু তার বাবাকে উঠান বৈঠকে নামিয়ে দিয়ে মোটরসাইলে নিয়ে ফিরে আসার সময় মান্দাতার বাজারে বৃদ্ধ এখলাস উদ্দিনকে চাপা দেয়। এসময় গুরুত্বর আহতাবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার বাংলানিউজকে বলেন, মোটরসাইলের চাপায় আসলাম উদ্দিন ওরফে বাবলু শেখ নামে এক বৃদ্ধের দুর্ঘটনায় মৃত্যুর খরব পেয়ে থানা থেকে পুলিশ অফিসার পাঠানো হয়েছে।
তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
জিপি