ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি
পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এতে সদ্য গুটি আসা আম ও আমের মুকুলসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
সোমবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলায় হঠাৎ করেই ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হঠাৎ আকাশ ঘুটঘুটে কালো আকাশে পরিণত হয়।
ফাল্গুনে এ হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়ে পথচারীরা। বৃষ্টির পাশাপাশি বয়ে যায় দমকা হাওয়া। প্রায় ঘণ্টাখানিক ধরে হওয়া এ শিলা বৃষ্টিতে কোথাও কোথাও শিলার স্তুপ জমে যায়।
এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে এলাকার মানুষ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।