সোমবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্লেন দুর্ঘটনার সার্বিক তথ্য জানা যাবে +8801912062966 (মো. মনিরুজ্জামান), +8801757682489 (এমজেএইচ জাবেদ) ও +8801553344588 (এম দেলোয়ার হোসেন) নম্বরে ফোন করে।
এর আগে দুর্ঘটনার পরপরই নেপালের জন্য হটলাইন চালু করেছে কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।
ঢাকা থেকে যাওয়া প্লেনটি সোমবার (১২ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে দুর্ঘটনার কবলে পড়ে। বাংলাদেশ সময় সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্লেনটি।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এইচএ/