মঙ্গলবার (১৩ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, টঙ্গীর আনারকলি সিনেমা হলের পাশে শাহজালাল এন্টারপ্রাইজ নামে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গীসহ আশপাশের নয়টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরএস/এএটি