ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

স্বজনদের নিয়ে কাঠমান্ডুর পথে বিশেষ ফ্লাইট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
স্বজনদের নিয়ে কাঠমান্ডুর পথে বিশেষ ফ্লাইট নেপালে প্লেন দুর্ঘটনায় হতাহতদের এক স্বজন-ছবি-বাংলানিউজ

ঢাকা: প্লেন দুর্ঘটনায় হতাহতদের ৪৬ স্বজনকে নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট।

মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ৯টা ২মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

রেজাউল করিম জানান, প্লেন দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের সঙ্গে এয়ারলাইন্সটির ৭ কর্মকর্তাও নেপাল যাচ্ছেন। নেপাল থেকে মরদেহ দেশে আনা, আহতদের চিকিৎসার কার্যক্রম তদারকি করবেন তারা।  

সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এতে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ দফতর।  

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসআইজে/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।