দুর্ঘটনার খবর পাওয়ার পর সোমবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরা থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যান ওই গৃহকর্মী।
হিয়ার স্বজন সাইফুদ্দিন বিপ্লব জানান, হিয়ার বাবা দেশের বাইরে থাকায় নাবিলা ওই গৃহকর্মীর কাছে শিশুটিকে রেখে ফ্লাইটে যেতেন।
পরে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান সাইফুদ্দিন বিপ্লব।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুজ্জামান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় সোমবার রাতে জিডিটি (জিডি নম্বর-৯০২) করেন শিশু হিয়ার দাদি বিবি হাজেরা। শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এমজেএফ