ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বিধ্বস্ত ফ্লাইটের কেবিন ক্রুর কন্যা অপহৃত!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
বিধ্বস্ত ফ্লাইটের কেবিন ক্রুর কন্যা অপহৃত! নাবিলা ও তার মেয়ে

ঢাকা: ইউএস-বাংলার বিধ্বস্ত বিএস-২১১ ফ্লাইটের কেবিন ক্রু নাবিলার একমাত্র মেয়ে হিয়াকে নিয়ে ওই বাসার গৃহকর্মী পালিয়েছে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহকর্মী আটক হলেও শিশুটিকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার খবর পাওয়ার পর সোমবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরা থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যান ওই গৃহকর্মী।

হিয়ার স্বজন সাইফুদ্দিন বিপ্লব জানান, হিয়ার বাবা দেশের বাইরে থাকায় নাবিলা ওই গৃহকর্মীর কাছে শিশুটিকে রেখে ফ্লাইটে যেতেন।

নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে দুর্ঘটনার খবর পাওয়ার পর দাদি ও চাচি হিয়াকে আনতে গেলে বাসাটি খালি পান।  

পরে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান সাইফুদ্দিন বিপ্লব।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুজ্জামান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় সোমবার রাতে জিডিটি (জিডি নম্বর-৯০২) করেন শিশু হিয়ার দাদি বিবি হাজেরা। শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।