মঙ্গলবার (১৩ মার্চ) সকালে ওই এলাকার ঢাকা বাইপাস মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন মিয়া বাংলানিউজকে বলেন, সকালে কলেরবাজার দাক্ষিণখান এলাকায় ওই যুবকের মাথা বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
নিহত যুবককের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে পড়ে ছিলো। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ওই যুবককে জবাই করে হত্যার পর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ওই স্থানে ফেলে যায় দুর্বৃত্তরা।
নিহতের পরনে জিন্স প্যান্ট ও শাট রয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরএস/জিপি