ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
শ্যামনগরে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দু’টি শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। 

মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্যাপাড়ায় এ ঘটনা ঘটে।  

মৃতরা হলো-মোল্যাপাড়ার নজরুল সানার মেয়ে মরিয়ম আক্তার সুমাইয়া (৫) ও নুরুজ্জমান সানার মেয়ে শাহনাজ আক্তার মিষ্টি (৬)।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সকালে সুমাইয়া ও মিষ্টি খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না দেখে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।