ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে নববধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
গোদাগাড়ীতে নববধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নুশরাত জাহান (২৭) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাকিব হোসেনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পিরিজপুর হিজলগাছি গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই নববধূর মরদেহ উদ্ধার করা হয়।  

সাকিবের পরিবার জানান, সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে ঘুমন্ত দেখে বাড়ি থেকে বেরিয়ে যায় সাকিব।

পরে সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে নুশরাতের মৃত দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।   

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গলার বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তের প্রতিবেদন দেখে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাকিব হোসেনকে আটক করা হয়েছে। সাকিবকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।