ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে শ্রমিকদের সমহারে কাজ না দেওয়ায় ২৩০৫ কুলি শ্রমিক সংগঠনের সদস্যরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে ৭ ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেয়।
মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৩০৫ কুলি শ্রমিক সংগঠনের সদস্যরা বাংলাবান্ধা স্থলবন্দরে সব প্রকার পাথর বোঝায় ট্রাক লোড-আনলোড বন্ধ রেখে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ২৩০৫ কুলি শ্রমিক সংগঠনের সভাপতি গোলাম রইসুল বাংলানিউজকে বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরে রাজশাহী শ্রম অধিদপ্তর কর্তৃক ২৩০৫ ও ২৬৩৪ নামে দু’টি কুলি সংগঠনের রেজিস্টেশন প্রাপ্ত হয়।
২৩০৫ কুলি সংগঠনটি স্থলবন্ধরের শুরু থেকে কাজ করে আসছিল। তবে ২৬৩৪ কুলি সংগঠনটি অনেক পরে হওয়ার পরও বন্দরে আমাদের কাজ করতে দিচ্ছে না। আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ রাখি। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ স্থগিত করি। দাবি না মানা হলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।