মঙ্গলবার (১৩ মার্চ) ভোরে সীমান্তের তলুইগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের মো. শহিদুল ইসলাম (৪৫) ও টেংরা গ্রামের মো. আলি হোসেন (২২)।
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি আহমেদ হাশেমী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সীমান্তের তলুইগাছা গ্রামের দু’টি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১২ কেজি ভারতীয় গাঁজাসহ ওই দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরবি/