মঙ্গলবার (১৩ মার্চ) সকাল থেকে ফেনী জর্জ কোট এলাকাসহ শহরের ট্রাক রোড, এসএসকে সড়কসহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আমিন উল হক এর এজলাসে আসামিদের নেওয়া হয়।
ফেনী জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে এ মামলায় জামিনকৃত আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আমিন উল হক। সেদিনই রায়ের তারিখটি ঘোষণা করা হয়।
ফেনী জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর হাফেজ আহম্মদ জানান, গত ২৮ জানুয়ারি থেকে একরাম হত্যা মামলার টানা যুক্তিতর্ক শুরু হয়। সরকারি ও আসামি পক্ষের টানা যুক্তিতর্ক শেষে ১৩ মার্চ মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষ সর্বমোট ৫০ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করেছে।
তিনি আরও জানান, আসামিদের ১৯ জন পলাতক রয়েছেন। এর মধ্যে রুটি সোহেল নামের একজন ক্রসফায়ারে মারা গেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আরআর