বুধবার (১৪ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
লাকী বরিশালের উজিরপুর উপজেলার আব্দুল মন্নানের মেয়ে।
নিহত শিশুর মামা জামাল মিয়া জানান, লাকী পরিবারের সঙ্গে মগবাজার পেয়ারাবাগ এলাকায় তার চাচার বাসায় বেড়াতে আসে। চাচার বাসার ওই ভবনের পঞ্চম তলার দরজার সামনে খেলা করার সময় অসাবধানতাবসত সিঁড়ির ফাঁকা দিয়ে নিচে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নিহত শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
আরআইএস/