ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খেলার সময় সিঁড়ির ফাঁক গলে পড়ে প্রাণ গেলো শিশুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
খেলার সময় সিঁড়ির ফাঁক গলে পড়ে প্রাণ গেলো শিশুর

ঢাকা: রাজধানীর মগবাজার পেয়ারাবাগ এলাকায় একটি ভবনের পঞ্চম তলার সিঁড়ির ফাঁকা দিয়ে নিচে পড়ে লাকী আক্তার (০৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।  

লাকী বরিশালের উজিরপুর উপজেলার আব্দুল মন্নানের মেয়ে।

সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নিহত শিশুর মামা জামাল মিয়া জানান, লাকী পরিবারের সঙ্গে মগবাজার পেয়ারাবাগ এলাকায় তার চাচার বাসায় বেড়াতে আসে। চাচার বাসার ওই ভবনের পঞ্চম তলার দরজার সামনে খেলা করার সময় অসাবধানতাবসত সিঁড়ির ফাঁকা দিয়ে নিচে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নিহত শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।