এসময় তাকে বাড়িতে না পেয়ে তার স্ত্রীকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ মার্চ) ভোরে এ অভিযান চালানো হয়।
দুপুরে মাদারগঞ্জের সহকারী পুলিশ সুপার সামিউল হক জানান, সরকারপাড়ার জাহিদুল ইসলাম ওরফে আজিজুল চোরা এলাকার চিহ্নিত চোর। ভোরে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ১১০ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহিদুল কৌশলে পালিয়ে যাওয়ায় তার স্ত্রী হোসনে আরা বেগমকে আটক করা হয়।
এ ব্যাপারে মাদারগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এসআই