বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে নিজ নিজ মায়েদের পা ধুয়ে দেয় বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন, রায় দৌলতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু মো. জুলফিকার আজাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিয়ার রহমান সরকার, প্রধান শিক্ষক আশুতোষ সাহা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এনটি