এরপর আটকদের ছেড়ে দেওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগে উল্লাসে মেতেছেন।
বুধবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি থেকে শাহবাগ মোড় অবরোধ করে।
এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার দাবিতে স্লোগান দেয়।
সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসাসহ পাঁচ দফা দাবিতে গত কিছুদিন ধরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থী ও চাকির প্রত্যাশীরা। বিভিন্ন সময়ের কর্মসূচির অংশ হিসেবে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছিল আন্দোলনকারীদের।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এসকেবি/এএটি