ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কসবা সীমান্তে ১৫ ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
কসবা সীমান্তে ১৫ ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়া: অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দৌলতপুর সীমান্ত থেকে ১৫ জন ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৪ মার্চ) দিবাগত রাতে আটকের খবর সাংবাদিকদের নিশ্চিত করেন ২৫ বিজিবি সিও লে. কর্নেল শাহ আলী। মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে কসবা উপজেলার দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

 

লে. কর্নেল শাহ আলী জানান, দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের ভারতে হস্তান্তর করার সিদ্ধান্ত হয়েছে।

আটকরা হলেন, শ্যামল সরকার (৫০), লিপিকা সরকার (৪০), সুবনিমা সরকার (১৪), কলিন চৌধুরী (৩৪), শম্পা (৩৩), সৌরভ চৌধুরী (৬), আসমিতা চৌধুরী (৪), বিজ্ঞ বৈশ্য (৪০), বুল্টি বৈশ্য (২৯), বিপুল বৈশ্য (১৪), বিজয় বৈশ্য (১৩), প্রিয় লাল বৈশ্য (৪২), স্বর্ণা সরকার (৪০), প্রসেনজিৎ সরকার (২৫), বিপেশ সরকার (২৫)। আটকদের সবার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার আমতলীতে।

২৫ বিজিবির সিও আরো জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিকরা কসবা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাদের পুশব্যাক করা হবে।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।