চিকিৎসাধীন শাহীন বেপারি
নেপালগামী ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইটের যাত্রী ছিলেন সদরঘাটের বিক্রমপুর গার্ডেন সিটি মেসার্স করিম অ্যান্ড সন্সের ম্যানেজার মো. শাহীন বেপারি (৪২)। প্লেন দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়ে বর্তমানে কাঠমান্ডু মেডিকেল কলেজে সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের বান্দেগাঁও গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মো. শাহীন। ৬ ভাই বোনের মধ্যে তিনি ৪র্থ।
শাহীন স্ত্রী কন্যা নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাস করেন। শাহীনের ছোট ভাই চঞ্চল বেপারি ইতিমধ্যে বড় ভাইকে দেখতে নেপালে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে কাঠমান্ডু মেডিকেল কলেজের সার্জারি বিভাগের কর্তব্যরত ডা. মুকুন্দ রাজ যোশী মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, শাহীন সার্জারি বিভাগে ভর্তি আছেন। এখন তিনি কথাও বলতে পারছেন। দুর্ঘটনায় শরীরের ১৫ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে তার।
বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।