ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হিজলায় দুই উত্যক্তকারীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
হিজলায় দুই উত্যক্তকারীর কারাদণ্ড

বরিশাল: স্কুল-কলেজের মেয়েদের উত্যক্ত করার দায়ে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষেরচর গ্রামের দুই বখাটে যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঘোষেরচর গ্রামের রুবেল সিকদার (২২) ও একই গ্রামের রেজাউল হাওলাদার (১৮)।

বুধবার (১৪ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজলো নির্বাহী র্কমর্কতা আবু জাফর রাশেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেন।

 

আবু জাফর রাশেদ বাংলানিউজকে জানান, স্কুল-মাদরাসা ও কলেজে পড়ুয়া মেয়েদের আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলো  রুবেল ও রেজাউল। ছাত্রীদের অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ  তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করে।  

বাংলাদশে সময়: ০৩২০ ঘণ্টা, ১৫ র্মাচ, ২০১৮
এমএস/এমএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।