ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূ নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
দিনাজপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূ নিহত 

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার ফরমানপুর এলাকায় স্বামীর নির্যাতনে রাইতুন নাহার বীথি (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (১৪ মার্চ) দিবাগত মধ্য রাতে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহত বীথি ফরমানপুর এলাকার শাহজাহান আলীর স্ত্রী ও পলাশবাড়ী উপজেলার ভূতিগ্রামের বেলাল হোসেনের মেয়ে।

বীথির ফুপাতো ভাই জিকরুল ইসলাম বুলেট জানান, বিকেলে বীথিকে তার স্বামী শাহজাহান আলী বেদম মারধর করেন। সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীথি।

দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. নুরেজা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এমএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।