বৃহস্পতিবার (১৫ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ হলেন- ওই দোকান মালিক মো. হুমায়ুন কবির (৫৫)।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম স্থানীয় বরাত দিয়ে বাংলানিউজকে জানান, ভোরে পল্লী বিদ্যুৎ এলাকায় মেসার্স শাওন সুমন রাইস এন্টারপ্রাইজ নামে একটি দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দোকান মালিক হুমায়ুন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে যায় এবং আগুন নেভায়।
গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভায়।
তিনি আরো জানান, ওই দোকানে চালের পাশাপাশি গ্যাস সিলিন্ডার বিক্রি করতেন হুমায়ুন। ব্যবসা ছাড়াও দগ্ধ মো. হুমায়ূন কবির এপেক্স ফুড ওয়্যারে চাকরি করতেন।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
আরএস/এএটি