ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে ইয়াবা সম্রাট আলমসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
ধানমন্ডিতে ইয়াবা সম্রাট আলমসহ আটক ৪

ঢাকা: রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট আলমসহ চারজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে এক লাখ তেইশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা (এএসপি) ফিরোজ কাউছার বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(১৪ মার্চ) দিবাগত রাতে পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট আলমসহ চারজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।