বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত আসামির নাম মনিরুজ্জামান ওরফে এলাইটস হান্নান।
সহকারী পুলিশ সুপার (এএসপি) নালিতাবাড়ী সার্কেল মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, দুপুরে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে তার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায় ছুরিকাঘাতে ওসি বিপ্লব আহত হন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। আসামি মনিরুজ্জামানকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এনটি