ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পিরোজপুর: পিরোজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সাঈদ আকন (৩৫) নামে মোটরসাইকেলের এক ‍আরোহী নিহত ও দুই ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে পিরোজপুর-নাজিরপুর সড়কের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ আকনের বাড়ি পিরোজপুর সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামে।

তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সাঈদ আকন যাদব কুমার মণ্ডল ও উজ্জ্বল কুমার মণ্ডল নামে দুইজনকে নিয়ে নাজিরপুর থেকে পিরোজপুর যাচ্ছিলেন। পথে বিকেল পাঁচটার দিকে কদমতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাঈদ আকনকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক সাকিল সরোয়ার  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।