বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে শ্রীমঙ্গল পৌরসভা মার্কেটের পাশ থেকে তাদের আটক করা হয়। এরপর সন্ধ্যায় বিষয়টি জানানো হয়।
আটকরা হলেন- উপজেলার জামসী গ্রামের দিগেন্দ্র দেবনাথের ছেলে অলক দেবনাথ (৩৯) ও একই উপজেলার কামারগাঁও গ্রামের মো. জবরু মিয়ার ছেলে মো. ইমরান হোসেন (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব- ৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌরসভা মার্কেটের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ১৩৭ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়। আটকদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এনটি