ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
সাতক্ষীরায় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা

সাতক্ষীরা: সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার জেয়ালা ঋষিপাড়ায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এ প্রতিযোগিতার আয়োজন করে।

৩৫ জন শিশুর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সীমা রাণী ১ম, হৃদয় দাশ ২য়, শ্রাবন্তী দাশ ৩য়, মুক্তি দাশ ৪র্থ এবং অনিমা দাশ ৫ম স্থান অধিকার করেছে।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিজয়ী ও অংগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম নাহিদ হাসান, প্রচার সম্পাদক নুরুল হুদা, সদস্য তাপস কুমার দাশ, সুমন কুমার দাশ, বারসিকের যুব সংগঠক ফজলুল হক, কমিউনিটি ফ্যাসিলিটেটর গাজী মাহিদা মিজান প্রমুখ উপস্থিত থেকে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।