বৃহস্পতিবার (১৫ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ভবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সম্ভবত শহরের কোনো কর্মস্থল থেকে বগুড়া-রংপুর মহাসড়ক স্থান হয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ওই যুবক। এ সময় কোনো অজ্ঞাত যান তাকে চাপা দেয়। পরে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ শজিমেক মর্গে রাখা হয়েছে। পাশাপাশি তার পরিচয় জানতে চেষ্টা চলছে বলেও জানান টিএসআই আব্দুল আজিজ মণ্ডল।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এমবিএইচ/এএটি