প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারাছবি: জি এম মুজিবুর
ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেলের বরিশাল অফিসের ক্যামেরাপারসন সুমন হাসানকে নির্যাতনকারী পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ) নেতারা।
শুক্রবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা এ দাবি জানান।
বক্তারা বলেন, গত ১৩ মার্চ বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সুমন হাসানকে পুলিশ অমানসিক নির্যাতন করেছে।
আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে নির্যাতনকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
টিসিএর সহ-সভাপতি আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আকতার হোসেন, টিসিএর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকসহ সাংবাদিক নেতারা।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এমএইচ/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।