ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হেসং কোরিয়া কারখানা চালুর দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
হেসং কোরিয়া কারখানা চালুর দাবি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের লাল পতাকা মিছিল-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: হেসং কোরিয়া বন্ধ ঘোষণা এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, আশুলিয়ার জিরোবো কাঠগড়ায় অবস্থিত কোরিয়ান মালিকানাধীন হেসং করপোরেশন লিমিটেড বন্ধ ঘোষণা, ২৭ জন শ্রমিককে ছাঁটাই এবং মজুরি সংক্রান্ত মালিকের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, গত ১৪ মার্চ হঠাৎ করে কারখানাটি বন্ধ করে দেওয়ায় শ্রমিকেরা বিপদে পড়েছেন।

মালিকের এই বেআইনি কাজে অন্ধভাবে সহযোগিতা করছে শিল্প পুলিশ। অন্যদিকে মালিকের ভাড়াটিয়া মাস্তানদের আক্রমণের শিকার হচ্ছেন নিরীহ শ্রমিকেরা।
তিনি হেসং কর্তৃপক্ষকে অবিলম্বে ৫টি দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

দাবিগুলো হলো-অবিলম্বে কারাখানা খুলে দিতে হবে। চাকরিচ্যুতদের পুর্নবহাল করতে হবে। মালিকের আগের প্রতিশ্রুত হাজিরা দৈনিক ন্যূনতম মজুরি হারে দিতে হবে। ইউনিয়ন গঠনে সব অপচেষ্টা বন্ধ করতে হবে। শ্রমিকদের হয়রানি, নির্যাতন এবং ভয়ভীতি বন্ধ করতে হব।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সহ-সভাপতি শাফিয়া পারভিন, মো. ফারুক খান, কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নাসিমা আক্তার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।