জব্দ হওয়া স্বর্ণের বার
বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১০টি (১ কেজি ১৭০ গ্রাম) স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে সীমান্তের পুটখালী মাঠের একটি আমবাগান থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের বারগুলো জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে।
এসময় বিজিবি অভিযান চালালে এক চোরাচালানী তার কাছ থেকে স্বর্ণ ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিতাক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তারিকুল হাকিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এজেডএইচ/জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।