ফরিদপুর: জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাতিজার ছুরিকাঘাতে চাচা আব্দুল ফকিরের (৫৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মার্চ) সকালে ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গদারধর গ্রামে এ ঘটনা ঘটে।
মধুখালীর রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মোতালেব মৃধা বাংলানিউজকে জানান, আব্দুল ফকিরের সঙ্গে ভাতিজা হাফিজ ও মফিজের মধ্যে র্দীঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ ছিল।
এনিয়ে সকালে আব্দুল ফকিরের সঙ্গে হাফিজ ও মফিজের বাগবিতান্ড হয়। একপর্যায় চাচা ও ভাতিজার মধ্যে মারামারি শুরু। মারামারি ঠেকাতে গিয়ে আহত হয়েছেন আরেক চাচা আক্কাস ফকির ও তার স্ত্রী খাদেজা বেগম। পরে চাচা আব্দুল ফকিরকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন হাফিজ ও মফিজ। স্থানীয়রা আব্দুল ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।