শুক্রবার (১৬ মার্চ) বিকেল ৩টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিমানের বিজি ০০৭২ ফ্লাইটে তাদের দেশে আনা হয়।
সেখান থেকে তাদের অ্যাম্বুলেন্সে করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন্স) কামরুল ইসলাম।
তিনি জানান, সরকারের নির্দেশে আহত মেহেদী হাসান, আলমুন নাহার অ্যানি ও সৈয়দা কামরুন নাহার স্বর্ণাকে ঢামেকে নেওয়া হবে। তাই প্রথমে তাদের ইউনাইটেড হাসপাতালে নেওয়ার কথা থাকলেও সেখানে নেওয়া হচ্ছে না। তবে ইউনাইটেড হাসপাতালেও তাদের জন্য কেবিন বুকিং করা আছে।
তাদের চিকিৎসার সব কিছুই ইউএস-বাংলা কর্তৃপক্ষ বহন করছে বলে জানান কামরুল ইসলাম।
আরও পড়ুন>>
** আহতদের গ্রহণ করতে বিমানবন্দরে স্বজনরা
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, যে তিনজনকে আনা হচ্ছে তাদের চিকিৎসার জন্য আমরা প্রস্তুত রয়েছি। পাশাপাশি তাদের জন্য কেবিনও রাখা হয়েছে।
‘পরীক্ষা-নিরীক্ষা করে তাদের শারীরিক অবস্থার বিষয়ে বলা যাবে এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। ’
জানা গেছে, আহত স্বর্ণা, অ্যানি ও মেহেদী একই পরিবারের সদস্য। গত ১২ মার্চ স্বামী-সন্তানসহ নেপালে ঘুরতে গিয়েছিলেন তারা। এরমধ্যে তিনজন বেঁচে ফিরলেও নিহত হয়েছেন অ্যানির স্বামী এফএইচ প্রিয়ক ও তার শিশু কন্যা।
এর আগে বৃহস্পতিবার (১৫ মার্চ) কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন স্বর্ণা, অ্যানি ও মেহেদীকে দেশে ফেরার জন্য ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
ওইদিনই দুর্ঘটনায় আহত আরেক যাত্রী শাহরিন আহমেদকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
গত ১২ মার্চ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১।
এতে প্লেনের ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফ্লাইটটির পাইলট, কো-পাইলট, ক্রুসহ ২৬ বাংলাদেশি আরোহী রয়েছেন।
** দেশে ফিরলেন আহত শাহরিন, নেওয়া হচ্ছে ঢামেকে
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮/আপডেট: ১৬০৮ ঘণ্টা
এজেডেএস/এমসি/এমএ/