ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ১১ জেলের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
চাঁদপুরে ১১ জেলের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় মেঘনা নদীতে জাটকা নিধনের অপরাধে ১১ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা অভিষেক দাশের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিক মিয়া (৪৫), বিল্লাল হোসেন (৫৫), মো. হানিফা (৩৫) সাদ্দাম হোসেন (২৯), জমির হোসেন (২৪), আব্দুর রহমান (২৫), আল-আমিন (২০), শামসছুল আলম ঢালী (৪৫), কবির দেওয়ান (২৮), দেলোয়ার হোসেন (৩৮) ও গিয়াস উদ্দিন ঢালী (৪৮)।

এদের বাড়ি সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ঢালীকান্দি, মালেরকান্দি ও লগ্গিমারার চর এলাকায়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বাংলানিউজকে বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার লগ্নিমারার চর ও লামিয়ার চর মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় জাটকা নিধন অবস্থায় এসব জেলেদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১৫ কেজি জাটকা ও দু’টি ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।

চাঁদপুর অঞ্চলের দায়িত্বরত নৌ-পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, আটক জেলেদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারেন্ট জালগুলো পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া ১৫ কেজি জাটকা স্থানীয় গবিরদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।