শনিবার (১৭ মার্চ) দিনগত রাতে দোকানে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের তিন ইউনিট কর্মীরা আগুন নেভায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, ছয়দানা এলাকার রশিদ মার্কেটের একটি ঝাড়ুর দোকানে প্রথমে আগুন লাগে। পরে মূর্হূতেই পাশের একটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের তিন ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।
তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ১৮ মার্চ, ২০১৮
আরএস/আরআর