মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যায় কদমতলী মেরাজ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
জেসমিন খাগড়াছড়ি সদর উপজেলার আব্দুল জব্বারের মেয়ে।
নানা সাইজ উদ্দিন বাংলানিউজকে জানান, মামলার কারণে আব্দুল জব্বার জেলে থাকায় মেয়ে ও নাতনি তার কাছেই থাকেন। সন্ধ্যায় খেলার সময় বাসায় পর্দা লাগানো বড়ের সঙ্গে ঝুলানো রশিতে ফাঁস লেগে যায় জেসমিনের। এতে সে অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এজেডএস/ওএইচ/