ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

শেবাচিমে সড়ক দুর্ঘটনায় আহত ২ রোগীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
শেবাচিমে সড়ক দুর্ঘটনায় আহত ২ রোগীর মৃত্যু

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত ২ রোগীর মৃত্যুর হয়েছে।

এরা হলেন- বরগুনার বেতাগী উপজেলার চান্দুখালীর বকুলতলী এলাকার আবু হানিফের ছেলে লিটন (৩৫) ও বরিশালের বন্দর থানাধীন সাহেবেরহাট এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে কবির (৭)।

মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, বরগুনা থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মুমুর্ষূ অবস্থায় লিটন বিকেল সোয়া ৪ টার দিকে শেবাচিম হাসপাতালের অর্থো সার্জারি ওয়ার্ডে ভর্তি হন।

পরে সন্ধ্যার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়।

অপরদিকে বরিশাল সদরের সাহেবেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বিকেলে সাড়ে ৪টার দিকে কবির শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উভয়ের মরদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ০২১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।