ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে যানজট যানজট। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে চলছে থেমে থেকে যানজট। গাড়ির অতিরিক্ত চাপ থাকায় হাজার হাজার যানবাহনের দীর্ঘলাইনে দাঁড়িয়ে রয়েছে। মাঝেমধ্যে কিছুটা ধীরগতিতে যান চলাচল করছে।

এদিকে মহাসড়কের যানজটের রেশ পড়েছে নলকা-সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস আঞ্চলিক সড়কে। ঢাকা-উত্তরবঙ্গগামী হাজার হাজার যানবাহন এ বাইপাস দিয়ে প্রবেশ করায় সিরাজগঞ্জ শহরেও থেকে থেকে যানজট সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে একটি সড়ক দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়।

পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের চালক, বগুড়া থেকে ঢাকাগামী একতা পরিবহণের সুপার ভাইজার রাজু ও ট্রাকচালক আল-আমিন বাংলানিউজকে জানান, হাটিকুমরুল গোলচত্বর পার হওয়ার পর যানজটে আটকে ছিলাম। এ কারণে নলকা বাইপাস দিয়ে আসছি। কিন্তু এ সড়কেও যানজটের কবলে পড়েছি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার কারণে একটি লেন বন্ধ হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে এ যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টিকে সরানো হয়েছে। তবে গাড়ির অতিরিক্ত চাপের কারণে কখনো ধীরগতি আবার কখনো থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।