এদিকে মহাসড়কের যানজটের রেশ পড়েছে নলকা-সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস আঞ্চলিক সড়কে। ঢাকা-উত্তরবঙ্গগামী হাজার হাজার যানবাহন এ বাইপাস দিয়ে প্রবেশ করায় সিরাজগঞ্জ শহরেও থেকে থেকে যানজট সৃষ্টি হচ্ছে।
মঙ্গলবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে একটি সড়ক দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়।
পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের চালক, বগুড়া থেকে ঢাকাগামী একতা পরিবহণের সুপার ভাইজার রাজু ও ট্রাকচালক আল-আমিন বাংলানিউজকে জানান, হাটিকুমরুল গোলচত্বর পার হওয়ার পর যানজটে আটকে ছিলাম। এ কারণে নলকা বাইপাস দিয়ে আসছি। কিন্তু এ সড়কেও যানজটের কবলে পড়েছি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার কারণে একটি লেন বন্ধ হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে এ যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টিকে সরানো হয়েছে। তবে গাড়ির অতিরিক্ত চাপের কারণে কখনো ধীরগতি আবার কখনো থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এএটি