ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সদর হাসপাতালের সি‌টি স্ক্যান বিভাগে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
সাতক্ষীরা সদর হাসপাতালের সি‌টি স্ক্যান বিভাগে আগুন সাতক্ষীরা সদর হাসপাতালে এ অগ্নিকাণ্ড

সাতক্ষীরা: হাসপাতালের সি‌টি স্ক্যান বিভাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি না হলেও সি‌টি স্ক্যান বিভাগে স্থা‌পিত ট্রান্সফরমার সংশ্লিষ্ট ব্যাটা‌রিসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে গেছে।

শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফরহাদ জা‌মিল বাংলা‌নিউজকে বলেন, সম্প্র‌তি সিটি স্ক্যান বিভাগে ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে।

কিন্তু ভোল্টেজ অ্যাডজাস্ট করা হ‌চ্ছিল না। ভোল্টেজ কখনো বাড়ছে, আবার কখনো কমছে। এমতাবস্থায় দুপুরের দিকে হঠাৎ করেই সি‌টি স্ক্যান রুম থেকে ধোয়া বের হতে দেখে ফায়ার সা‌র্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সা‌র্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।  

তিনি আরও বলেন, এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষ‌তি না হলেও ট্রান্সফরমারের কয়েক‌টি ব্যাটা‌রি ও তার পুড়ে গেছে। তবে টেক‌নি‌শিয়ান ছাড়া সি‌টি স্ক্যান বা অন্য কোনো ক্ষ‌তি হয়েছে কি না তা এখনই বলা যাবে না।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা,  আগস্ট ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।