ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
বরিশালে নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার

ব‌রিশাল: ব‌রিশালের হিজলা উপজেলার নলবুনিয়ার চর সংলগ্ন মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার দু’দিন পর মুহাম্মদ রুবেল (২৬) নামে এক ওমান প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে হিজলা নৌ-পু‌লিশের সদস্যরা মরদেহ‌টি উদ্ধার করে।

হিজলা নৌ-পু‌লিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) উত্তম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

‌তি‌নি জানান, বুধবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে মৌলুভিরহাট লঞ্চঘাট সংলগ্ন হিজলার মেঘনা নদীতে এক‌টি ইঞ্জিনচা‌লিত কাঠের নৌকা (ট্রলার) ডুবে যায়। ট্রলার‌টি হিজলার মেমা‌নিয়া খেয়াঘাট থেকে মৌলু‌ভিরহাটের দিকে যা‌চ্ছিলো।

এ সময় ট্রলারে থাকা সবাই সাঁতরে তীরে ওঠতে সক্ষম হলেও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক নম্বর ওয়ার্ডের উত্তর রাঙামাটিয়া এলাকার আবুল কাসেমের ছেলে ওমান প্রবাসী রুবেল নিখোঁজ হন। অনেক খোঁজাখু‌জির পর শুক্রবার দুপুরে তার মরদেহ‌ উদ্ধার করা  হয়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।