বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে কুষ্টিয়া মডেল থানায় এ মামলা করেন নিহত শিশু আকিফার বাবা হারুন-উর-রশিদ। মামলায় ঘাতক বাসচালক খোকন, সুপারভাইজার ও বাসমালিক জয়নুল আবেদিনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী থেকে ফরিদপুরগামী গঞ্জেরাজ পরিবহনের একটি বাস চৌড়হাস মোড়ের কাউন্টারে এসে থামে। ঠিক সে সময় থেমে থাকা বাসের সামনে দিয়ে এক বছরের শিশুকন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ কোনো হর্ন ছাড়াই চালক খোকন বাসটি চালিয়ে এসে রিনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে মায়ের কোল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হয় আকিফা। পরে স্থানীয়দের সহায়তায় আহত মা ও মেয়েকে উদ্ধার করে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় আঘাত পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ওইদিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
বুধবার (২৯ আগস্ট) সকাল ১১টায় সেখানে আকিফা অস্ত্রপচার করা হয়। বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার ভুষি ব্যবসায়ী হারুন-উর-রশিদের মেয়ে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনা আইনে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় ৩০৪ ধারাসহ আরও কয়েকটি ধারা রয়েছে। তবে ৩০২ ধারায় মামলাটি হয়নি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলেছে।
** বাসের ধাক্কায় মায়ের কোলে থাকা শিশু আহত
** বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়া শিশুর মৃত্যু
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এসআরএস