শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে রংপুর জুম্মাপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
শোয়েব নগরীর শাহী মসজিদ এলাকার মজিবর রহমানের ছেলে ও আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী জানায়, দুপুরে জুম্মাপাড়া এলাকার সরকারি পলিটেকনিক কলেজের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে শোয়েব। সাঁতার কেটে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় ডুবে যায় শোয়েব। এসময় তার বন্ধুদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
ওএইচ/