শুক্রবার ( ৩১ আগস্ট ) দুপুরে উপজেলার পরানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই গ্রামের শহর আলীর ছেলে আনোয়ার হোসেন বাবু (৩৭) ও স্ত্রী পিয়ারা বেগম (২৭)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) কেএম শামসুদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পরানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৩০ গ্রাম হিরোইনসহ তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এসআরএস