শুক্রবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে বাড়ৈখালীর ইছামতি নদী থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিমু বাড়ৈখালী গ্রামের কবিরাজি ব্যবসায়ী আব্দুল মতিনের মেয়ে।
নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার (৩০ আগস্ট) ওই কিশোরীর বাবা শ্রীনগর থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছিলেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী বাংলানিউজকে বলেন, গত ২৮ আগস্ট জামা-কাপড় ক্রয় করার কথা বলে বাসা থেকে বের হয় লিমু। এরপর বাসায় না ফিরলে তার বাবা নিখোঁজের একদিন পর থানায় জিডি করেন। নিখোঁজ হওয়ার পর কে বা কারা তাকে হত্যা করে করে হাত-পা বেঁধে প্লাস্টিকের বস্তায় ভরে নদীতে ফেলে দেয়।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা পরিহিত জামা দেখে তাকে শনাক্ত করে। তদন্ত করে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
জিপি