ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু মো. আরাফাত

কক্সবাজার: কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরাফাত (২৮) নামে এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আরাফাত ওই এলাকার মুক্তিযোদ্ধা মাষ্টার ছৈয়দ করিমের ছেলে।

তিনি কক্সবাজার জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মী অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাড়িতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক সংযোগ তারে অসাবধানতাবশত স্পর্শ লাগলে গুরুতর আহত হন আরাফাত। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।