নিহত সুমি আক্তার উপজেলার রসুলপুর ইউনিয়নের জিন্নতপুর গ্রামের জামাল হোসেনের স্ত্রী এবং একই গ্রামের জদু মাস্টারের মেয়ে।
শুক্রবার (৩১ আগস্ট) সকালে রসুলপুর ইউনিয়নের জিন্নতপুর গ্রামের শশুরবাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেম করে তাদের বিয়ে হয়। তবে বেশ কয়েক মাস ধরে স্বামীর সঙ্গে সর্ম্পকটা ভালো যাচ্ছিল না তার। পারিবারিক কলহ চলছি। শুক্রবার সকালে স্বামীর সঙ্গে অভিমান করে রসুলপুর বাজার থেকে কেরির ট্যাবলেট কিনে এনে খেয়ে বাড়ির পাশে পড়ে থাকেন সুমি। তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার বিকেল এ বিষয়ে দেবিদ্বার থানার ইন্সপেক্টর (তদন্ত) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, একজন আত্মহত্যা করেছে শুনেছি, তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এনএইচটি