শুক্রবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মহানগরের আলুপট্টি বঙ্গবন্ধু চত্ত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজ)।
মানববন্ধন থেকে আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মামুন-অর-রশিদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য জাবীদ অপু, আরইউজের সহ-সভাপতি শরীফ সুমন, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ইউনিয়নের সদস্য জিয়াউল গণি সেলিম ও রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও প্রতিবাদ সমাবেশে সমর্থন ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এসএস/আরবি/