ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
নরসিংদীতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

নরসিংদী: নরসিংদীতে পৃথক স্থান থেকে জায়েদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ ও মনির হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩১ আগস্ট) ভোরে মনোহরদীর হিন্দু পাড়ায় ও দুপুরে শিবপুর উপজেলার পূর্ব সৈয়দনগর গ্রামে থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর উপজেলার পূর্ব সৈয়দনগর গ্রামে সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে শাহাদাৎ হোসেনের (২৫) সঙ্গে তার চাচা মনির হোসেন দ্বন্দ্ব চলে আসছিল।

এ নিয়ে শুক্রবার সকালে চাচা-ভাতিজার মধ্যে কথাকাটাকাটি হয়। দুই জনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে ভাতিজার এলোপাতারি কিল-ঘুষিতে চাচা মনির মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর হাসপাতালে পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকায় পাঠানো হয়।  

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনিরেএ মৃত্যু হয়। এ ঘটনায় শাহাদাৎ হোসেন, শহিদুল্লাহ (৫০) ও রীনা বেগমের (৪৫) বিরুদ্ধে শিবপুর মডেল থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।  

এরআগে ভোরের দিকে নরসিংদীর মনোহরদী হিন্দু পাড়ার উত্তরা ভবন থেকে জায়েদা আক্তার নামে এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জায়েদা পার্শ্ববর্তী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের চরনগরদী গ্রামের তাইজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রায় একবছর আগে তাইজ উদ্দিনের সঙ্গে মনোহরদী পৌরসভার হারদিয়া এলাকার মিয়া হোসেনের মেয়ে জায়েদার বিয়ে হয়। বিয়ের পর থেকে মনোহরদীর উত্তরা ভবনে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন স্বামী-স্ত্রী। জায়েদা বিভিন্ন বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করলেও স্বামী তাইজ উদ্দিন কোনো কাজ-কর্ম করতেন না। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া হতো।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহত জায়েদার বোনের সঙ্গে কয়েকদিন ধরে যোগাযোগ না থাকায় তার ভাড়া বাসায় খোঁজ নিতে যান। বাসায় গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার কাছে যেতেই তালাবদ্ধ কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে থাকে। পরে তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

তবে ঘটনার পর থেকে স্বামী তাইজ উদ্দিন পলাতক রয়েছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।