ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জন্মাষ্টমীতে কিছু সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
জন্মাষ্টমীতে কিছু সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির প্রতীকী ছবি

ঢাকা: শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী (জন্মদিন) উপলক্ষে রোববার (০২ সেপ্টেম্বর) রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

এ সময় যানজট এড়াতে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কিছু সড়ক এড়িয়ে চলার জন্য ওই এলাকায় চলাচলরত গাড়ির চালক বা ব্যবহারকারীদের অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরো পড়ুন>>
** 
রোববার শুভ জন্মাষ্টমী

ডিএমপি থেকে জানানো হয়, শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পলাশী বাজার মোড়- জগন্নাথ হল- কেন্দ্রীয় শহীদ মিনার- দোয়েল চত্বর- হাইকোর্ট বটতলা- সরকারি কর্মচারী হাসপাতাল- ফিনিক্স রোড (পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে)- গোলাপ শাহ মাজার- বঙ্গবন্ধু স্কয়ার- গুলিস্তান (সার্জেন্ট আহাদ বক্সের সামনে)- নবাবপুর রোড- রায় সাহেব বাজার মোড় হয়ে- বাহাদুর শাহ পার্ক পর্যন্ত যাবে।



তাই শোভাযাত্রা চলাকালে এসব সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারে অনুরোধ করা হয়েছে।  এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহনের মালিক ও শ্রমিকদের সহযোগিতা চেয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।