ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাধবদীতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
মাধবদীতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে তাহেরুন্নেসা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাধবদী থানার ডৌকাদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহেরুন্নেসা ডৌকাদি এলাকার আবুল কাশেমের স্ত্রী।

 

পুলিশ জানায়, রাতে ঘরের চালাতে ইটপাটকেল মারা নিয়ে নিহতের স্বামী আবুল কাশেমের সঙ্গে পাশের বাড়ির ইব্রাহিম মিয়ার কয়েকমাস ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে আবুল কাশেমের সঙ্গে ইব্রাহিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাহেরুন্নেসাও এতে জড়িয়ে পড়েন। এতে ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে তাহেরুন্নেসাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইব্রাহিম পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এনটি/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।